fbpx
দেশবাংলাঅন্যান্যশোক সংবাদ

ইসাদ তাসফিনের প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেনীর মেধাবী শিক্ষার্থী মীর ইসাদ তাসফিনের প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) তার স্মরণে কিশোরগঞ্জের মীর বাড়িতে আয়োজন করা হয় দিনব্যাপি পবিত্র কোরানখানি, মাদ্রাসার দরিদ্র ছাত্রদের মাঝে বৃত্তি প্রদান এবং এতিম শিশু ও দুঃস্থদের মধ্যাহ্নভোজের। এছাড়াও বাদ আসর দোয়া মাহফিল এবং কবর জিয়ারত করেন পরিবারের সদস্য ও স্বজনরা।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তনু ও তাসফিনের বাবা কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক মীর নূর উস সাদ সৈকতসহ পরিবারের অন্য সদস্যরা।

উল্লেখ্য,২০২৩ সালের ৫ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় ৯ বছরের শিশু মীর ইসাদ তাসফিন।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button