fbpx
বাংলাদেশঅপরাধরাজধানীশিক্ষা

রাজধানীতে বিনামূল্যে বিতরণের ১০ হাজার বই জব্দ, আটক ২

রাজধানীর সূত্রাপুর থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের প্রায় ১০ হাজার বই জব্দ করেছে গোয়ান্দা পুলিশ (ডিবি)। অভিযানে বই বিক্রয় ও মজুত করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ডিবি পুলিশ। আটকরা হলেন, সিরাজুল ইসলাম উজ্জ্বল ও দেলোয়ার হোসেন।

ডিবি জানায়, একটি অসাধু চক্র বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে প্রথম থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার সরকারি পাঠ্যবই জব্দ করা হয়। জব্দকৃত বইয়ের আনুমানিক মূল্য আট লাখ টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button