fbpx
বাংলাদেশদুর্ঘটনারাজধানী

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনের রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল।

ফায়ার সার্ভিস আরও জানায়, পরে ভবনের ষষ্ঠতলা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একটি মরদেহ বাথরুমের ভেতরে ও তিন জনের মরদেহ সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখা যায়। সিঁড়ির দরজায় তালা দেয়া ছিল।

মৃত ৪ জনের সবাই পুরুষ। তবে তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ভেতরে আর কোনো হতাহত আছে কিনা তা নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে, আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।

এ বিষয়ে ডিএমপির গুলশানের উপ কমিশনার মো. তারেক মাহমুদ জানান, আগুনের ঘটনায় ৪ জন মারা গেছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মেডিকেল রিপোর্টের ওপর ভিত্তি করে মামলা দায়ের হবে। পরে সিদ্ধান্ত হবে- মাললাটি হত্যা মামলা হবে, নাকি অপমৃত্যুর মামলা হবে। এ ঘটনায় কারোর গাফিলতি পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button