
রাজধানী ঢাকা এবং সিলেটসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার পরপর এই ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৭।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস- এর তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের ইয়াইরিপোকের পূর্ব দিকে ৪৪ কিলোমিটার দূরে। এর অবস্থান ছিল ২৪.৭৪৩° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৪৮৪° পূর্ব দ্রাঘিমাংশে।
এদিকে সিলেট জেলাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ৬। এসময় আতঙ্কিত হয়ে পড়েন সিলেটবাসী। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
এর আগে গত মাসের ২৭ ফেব্রুয়ারি ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। সে সময় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।