fbpx
বাংলাদেশঢালিউডবিনোদন

দোয়া চাইলেন বুবলী, অপু বললেন ‘আদিখ্যেতা’

শবনম বুবলী এবং অপু বিশ্বাস। সম্পর্কে সতীন হন দুজনে। কখনো শবনম বুবলীকে খোঁচা মারেন অপু বিশ্বাস। আবার বুবলীও বিভিন্ন সময় কৌশলে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে কথা বলেন। কয়েক বছর হল এভাবেই চলছে। তার সঙ্গে যোগ হয়েছে সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে ইঙ্গিত করে কথা বলা।

রোববার সন্ধ্যার পর অপু বিশ্বাসের দেওয়া একটি ফেসবুক পোস্ট তেমনই এক বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতে চিত্রনায়িকা বুবলীকে খোঁচা দিয়েছেন।

কারণ হিসেবে নেটিজেনরা জানিয়েছেন, শবনম বুবলী ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা–বাবার নাম লিখছে।

ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করছেন।বুবলীর এমন পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে লেখা ছিল, ‘এক মা তাঁর মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’ অপু বিশ্বাসের এমন পোস্টে তাঁর ভক্তদের কেউ কেউ সমর্থন করে মন্তব্য করেছেন। আবার অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণ বলছেন।

নেটিজেনদের ভাষ্য, অপু বিশ্বাস তাঁর দেওয়া ফেসবুক পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)। ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার সারা দেশ। আর এই পরিস্থিতিতে বুবলী তাঁর ছেলের ভিডিও পোস্ট করেছেন-এটিকে অপু বিশ্বাস “আদিখ্যেতা” বলেছেন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button