fbpx
বাংলাদেশঅন্যান্যরাজনীতি

সংস্কারের ১১৩ সুপারিশে পুরোপুরি একমত জাতীয় নাগরিক পার্টি

জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া ১৬৬ টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১৩ টি প্রস্তাবের সাথে পুরোপুরি একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। আর ২৯ টি প্রস্তাবে আংশিক একমত হয়েছে।

আজ রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের কমিশনের কার্যালয়ে লিখিত মতামত জমা দিয়েছে নতুন এই দলটি।

পরে দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো – অর্ডিনেটর সারোয়ার তুষার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তুষার বলেন, “অনেকগুলো প্রস্তাবের সঙ্গে আমরা একমত এবং আংশিকভাবে একমত হলেও আমরা আমাদের মতামত দিয়েছি। রাষ্ট্রভাষা বাংলা এটা নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা বলেছি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দাপ্তরিক ভাষা হওয়া উচিত। কথাটা হওয়া উচিত দাপ্তরিক ভাষা।”

বাংলাদেশের নাগরিকেরা বাংলাদেশী বলে পরিচিত হবেন কমিশনের এই সুপারিশে দলটি রাজী হয়েছে; তবে বাংলাদেশের বিভিন্ন যে জাতিসত্ত্বা আছে তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে বলে মত দিয়েছে দলটি।

কমিশনের আরেকটি প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচনে দলগুলোকে তরুণ-তরুণীদের দশ শতাংশ মনোনয়ন দিতে হবে। এই প্রস্তাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তরুণ-তরুণীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত হতে পারে এবং প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর হওয়া উচিত বলে অভিমত দিয়েছে দলটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button