
ঈদুল আজহায় হইচইতে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক! মুক্তি পাচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত প্রতীক্ষিত কমেডি সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
সিরিজটিতে তাকে দেখা যাবে এক বিশেষ চরিত্রে—নাম আব্বাস, যিনি ‘হরণ বাজিয়ে তীব্র গতিতে’ ছুটে আসছেন দর্শকের মন জয় করতে।
সিরিজটির পোস্টার ইতোমধ্যেই সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টারে লাল গোলাপ হাতে এক নাটকীয় ভঙ্গিমায় ছুটে আসছেন মোশাররফ করিম, আর তার পেছনে রয়েছেন আটজন নারী অভিনেত্রী, যারা এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
অভিনেত্রীরা হলেন, তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রকাশিত পোস্টারের ক্যাপশনে লেখা, “হরণ বাজিয়ে তীব্র গতিতে আসছে আব্বাস!”
‘বোহেমিয়ান ঘোড়া’-কে ঘিরে ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল। মোশাররফ করিমের অনন্য অভিনয়শৈলী ও অমিতাভ রেজার নির্মাণশৈলী একসঙ্গে মানেই বাড়তি প্রত্যাশা। একজন ট্রাক ড্রাইভার হয়ে মোশাররফ আসছেন ‘বোহেমিয়ান ঘোড়ায়’, তার নাম আব্বাস।
সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেছেন, অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটিই তার প্রথম কাজ। “দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই যুক্ত হওয়া। আর হইচইয়ের সঙ্গে তো অনেক দিনের সম্পর্ক তাই এই সিরিজটি নিয়ে প্রত্যাশাও বেশি। দর্শক এখানে একদম নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।”