আন্তর্জাতিকবাংলাদেশসরকার

মালদ্বীপের প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার আম উপহার

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে আম উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই উপহার পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই আম হস্তান্তর করেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

প্রেসিডেন্টের পক্ষ থেকে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের যুগ্ম-সচিব বাদুরা সাইদ আমগুলো গ্রহণ করেন।

এসময় এই সৌহার্দ্যপূর্ণ উপহারের জন্য মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে, এই ধরনের সৌহার্দ্যতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রবাসী বাংলাদেশিদের।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button