Uncategorizedআন্তর্জাতিকবাংলাদেশসরকার

উত্তরায় বিমান দুর্ঘটনা: নিহতদের স্মরণে মালদ্বীপে দোয়া ও শোক বই

ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে দোয়া মাহফিল ও শোক বই খোলা হয়েছে।

মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বুধবার (২৩ জুলাই) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণে বিশেষ এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, প্রবাসী বাংলাদেশি ওমর ফারুক। এতে উপস্থিত ছিলেন, হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকরা।

4b67cc0c 36f3 4008 9c5e 1cd47ba5e17f 1

এসময় সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া বিমান বাহিনীর মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে আহতদের সুস্থতা ও পরিবার-পরিজনের ধৈর্য এবং মনোবলের জন্যও দোয়া করা হয়।

এদিকে এ উপলক্ষে হাইকমিশনের পক্ষ থেকে নিহতদের স্মরণে একটি শোক বইও খোলা হয়েছে। যেখানে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের শ্রদ্ধা, ভালোবাসা ও অনুভূতি লিপিবদ্ধ করতে পারবেন।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের মাধ্যমে প্রবাসীদের একত্রিত করে জাতীয় শোক ও সহমর্মিতার বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়।

 

এসআর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button