fbpx
Uncategorized

নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিজিবি মোতায়েন

আগামী ৩০ তারিখ দেশের ইতিহাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম জাতীয় সংসদ নির্বাচন। দেশের আইনশৃংখলা নিয়ে অনেকেই সঙ্কা প্রকাশ করছেন। নির্বাচন কমিশন জানিয়ে  আগামী ২৪ তারিখ থেকে সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে আজ থেকেই মোতায়েন করা হচ্ছে বিজিবি। সারা দেশে মোতায়েন করা হয়েছে ১০১৬ প্লাটুন বা ৩৫ হাজার ৫শ ৬০ জন বিজিবি সদস্য।

তফসিল অনুযায়ী নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানোর অংশ হিসেবেই বিজিবি মোতায়েন করা হয়েছে। গত ১৫ নভেম্বর সকালে ইসিতে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করার সময় ইসি সচিব হেলালউদ্দিন আহমেদ জানিয়েছিল, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাত থেকে দশদিন আগে নির্বাচনি এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। একই সময়ে এসব এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র‌্যাব মোতায়েন করা হবে।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button