fbpx
আওয়ামী লীগরাজনীতি

ঐক্যফ্রন্টের নেতারা রাজনৈতিকভাবে চূড়ান্ত চরিত্রহীন- হাছান মাহমুদ

||বাংলা টিভি অনলাইন||

ড. কামাল হোসেন, আ স ম রব, মাহমুদুর রহমান মান্না ও ব্যারিস্টার মইনুল হোসেনকে রাজনৈতিকভাবে চরিত্রহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে ‘শেখ রাসেল এর ৫৪তম জন্মদিন’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

টেলিভিশনের টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন কর্তৃক এক নারী সাংবাদিককে চরিত্রহীন বলার পরিপ্রেক্ষিতে ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা আগে নিজেদের চরিত্র ঠিক করে তারপর অন্যদের সমালোচনা করুন। প্রকৃতপক্ষে আপনারা সবাই রাজনৈতিকভাবে চূড়ান্ত চরিত্রহীন। আ স ম রব বৈজ্ঞানিক সমাজতন্ত্র জাসদের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু তাদের সভাপতি মেজর জলিল মারা যাওয়ার আগে বলে গেছেন তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র সম্পর্কে কোনও ধারণা রাখেন না। অর্থাৎ তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলে জনগণের সঙ্গে যা করেছেন, সেটা ভাওতাবাজি ছাড়া কিছু নয়।

ড. কামাল হোসেন গণতন্ত্রের চর্চার কথা বলেন, কিন্তু তার নিজের দল গণফোরাম ১৮ বছর ধরে কোনও সম্মেলন করে নাই। উনি ১৮ বছর কোনও সম্মেলন ছাড়াই সভাপতি।

মাহমুদুর রহমান মান্না বৈজ্ঞানিক সমাজতন্ত্র থেকে আওয়ামী লীগে এসে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েও দলে স্থির হতে পারেন নাই। তারপর ১/১১ কুশীলবদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। অর্থাৎ তারা নিজেদের রাজনীতিতে শুরু থেকে শেষ পর্যন্ত কেউই স্থির থাকতে পারেন নাই। সুতরাং ঐক্যফ্রন্টের এই নেতারা রাজনৈতিকভাবে চরিত্রহীন।’

বিরোধী জোটের এই নেতারা জঙ্গিদের পাশে বসে জঙ্গি দমনের কথা বলে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘ড. কামাল হোসেন কথায় কথায় বলেন, তিনি নাকি বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ছিলেন। অথচ তিনি আজকে বঙ্গবন্ধুর হত্যাকারী, শেখ রাসেলের হত্যাকারী, সুকান্ত বাবুর হত্যাকারী এবং ৭৫-এ নারী ও শিশু হত্যাকারীদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। এমনকি তিনি দুর্নীতি মুক্ত সমাজ গঠনের কথা বলেন। অথচ যাদের নেতৃত্বে বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের নেতৃত্ব গ্রহণ করেন এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তি চান। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন অথচ জঙ্গিদের পাশে বসে তিনি সাত দফার দাবি দিলেন। এটি দেশের জনগণের সাথে মশকরা ও ভাওতাবাজি ছাড়া অন্য কোনও কিছু নয়। বঙ্গবন্ধুর হত্যাকারী বিএনপি জামাত এবং খন্দকার মোশতাক গং, আজকে তাদের সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম রব গং।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘সবাইকে সর্তক দৃষ্টি রাখতে হবে। নির্বাচন সমাগত এবং এই নির্বাচনে আমাদের বিজয় শুধু আওয়ামী লীগের জন্য নয়, দেশের জন্য, জনগণের জন্য, অগ্রগতির জন্য প্রয়োজন। সুতরাং সবাইকে অতন্দ্র প্রহরীর মতো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

বাংলাটিভি/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button