fbpx
বাংলাদেশ

সুইজারল্যান্ডের পথে রাষ্ট্রপতি

||বাংলা টিভি অনলাইন||

পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরে বিনিয়োগ ও উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি।

সোমবার ভোররাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসাবে আছেন তার স্ত্রী রাশিদা খানম,পরিবারের কয়েকজন সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, ঢাকায় কূটনৈতিক কোরের ডিন এবং তিন বাহিনী প্রধানসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুবাইয়ে কয়েক ঘণ্টার যাত্রা বিরতি করে আবদুল হামিদ জেনেভার উদ্দেশে রওনা হবেন। রাষ্ট্রপতি জেনেভায় বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বিনিয়োগ শীর্ষ সম্মেলন এবং হোমল্যান্ড ও গ্লোবাল সিকিউরিটি সংক্রান্ত ২০তম বার্ষিক অধিবেশনে অংশ নেবেন।

দুটি সম্মেলন শেষে আগামী ২৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে আবদুল হামিদের।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button