fbpx
আইন-বিচারবাংলাদেশ

আপিলে খালেদা জিয়ার কারাদণ্ড বেড়ে ১০ বছর

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা

পাঁচ বছর বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

নিম্ন আদালতে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল এই মামলায়।

একইসঙ্গে এ মামলায় অন্য দুই আসামির আপিল হাইকোর্ট খারিজ করে দিলে তাদের নিম্ন আদালতে পাওয়া ১০ বছরের সাজা বহাল থাকছে।

মঙ্গলবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুদকের রিভিউ আবেদন গ্রহণ করে এ রায় দেন।

রায় ঘোষণায় প্রথমেই খালেদা জিয়ার পক্ষে খালাস চেয়ে করা আবেদন এবং অন্য আসামিদের

সাজা কমানোর দুই আবেদন খারিজ করে দেন আদালত।

পরে সাজা বাড়াতে দুদকের করা রিভিউ আবেদন গ্রহণ করে আদালত খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করেন।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button