fbpx
বিএনপিরাজনীতি

তফসিল না পেছালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তফসিল না পেছালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা সেই সাথে আগামীকালের সংলাপে দাবি মেনে না নিলে ৮ নভেম্বর রোডমার্চ করে

৯ নভেম্বর রাজশাহীতে জনসভার কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে ধারাবাহিক ভাবে খুলনা ও ময়মনসিংহেও লংমার্চ ও সমাবেশ করা হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছেন, আপনাকে চলে যেতে হবে।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সেইসঙ্গে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তারেক রহমানের মামলাও প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে। নয়তো আমরা তা মেনে নেবো না।

আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবো।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

এ ছাড়া সভামঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহ, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব,

সুলতান মো. মনসুর, মোস্তফা মহসীন মন্টু, আবদুল মালেক রতন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায় ও আবদুল মঈন খান।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button