fbpx
বিএনপিরাজনীতি

ক্ষমতাসীন দল চায় না ২০ দল নির্বাচনে আসুক: অলি

বিএনপি চেয়ারপারসন অফিসে ২০-দলীয় জোটের সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, ‘২০ দল নির্বাচনে যেতে চায়, কিন্তু সরকারের সদিচ্ছা নেই।’ সরকার ও ক্ষমতাসীন দল চায় না ২০ দল নির্বাচনে আসুক।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নেই। সরকারি দল ও তাদের শরিকরা বেশি সুবিধা পাচ্ছে।

২০-দলীয় জোটের নির্বাচনী কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে, এমন অভিযোগ করে অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দেয়া সত্ত্বেও এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় বন্ধ হয়নি। সারা দেশে ২০-দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

বুধবার বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের প্রতিবাদ জানিয়ে অলি আহমেদ বলেন, মনোনয়ন ফরম বিক্রির সময় একটি বৃহৎ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক। জাতীয় নির্বাচন সামনে রেখে এ ধরনের হামলা নির্বাচনের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটাচ্ছে।

অলি আহমেদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানিয়ে বলেন, সরকারি দল ও তাদের মিত্ররা বীরদর্পে নির্বাচনী প্রচার চালাচ্ছে। অন্যদিকে তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে। তিনি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না।

সংবাদ সম্মেলনে ২০ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button