
টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরের ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমান বাহিনীর একটি জেট ফাইটার বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী।
তিনি বলেন, বিকেল ৩টায় টাঙ্গাইলের রসুলপুরে মহড়ার সময় এফ-৭ বিজি প্রশিক্ষণ ফাইটারটি বিধবস্ত হয়। এ ঘটনায় উইং কমান্ডার আরিফ আহমেদ দিপুর মৃত্যু হয়েছে।
বাংলাটিভি/এসএম/এবি