fbpx
আইন-বিচারবাংলাদেশ

বায়ুদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ আদালতের

রাজধানীর বায়ুদূষণ রোধে সপ্তাহে দুই বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার দুপুরে এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে এ নির্দেশ দিয়েছে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।

আদালত আরও বলেছেন, রাজধানীর যেসব স্থানে উন্নয়ন ও সংস্কার কাজ চলছে, সেসব জায়গা আগামী পনেরো দিনের মধ্যে ঘিরে ফেলতে হবে। পাশাপাশি ধুলোবালি প্রবণ এলাকাতে দিনে দুই বার করে পানি ছিটাতে হবে। ঘেরাওয়ের নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে দু’সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র ও নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।

এছাড়া, ঢাকা শহরের বায়ুদূষণ ঠেকাতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দূষণ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে রুল জারি করা হয়েছে।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button