fbpx
অন্যান্যপ্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতি

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে  শ্রদ্ধা জানান তিনি ।এরপর দলের বিভিন্ন সহযোগী সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সংবাদিকদের বলেন,আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনটি পালন করলেও বিএনপি দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলেই এ দিনটি পালন করে না।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম বাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

এরপর থেকে বৈদ্যনাথতলা মুজিবনগর হিসাবে পরিচিত। আর এ দিনটি পালন করা হয় এখন মুজিবনগর দিবস হিসেবে।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button