fbpx
অন্যান্যঅপরাধদেশবাংলাবাংলাদেশ

মালয়েশিয়া পাচারের সময় ৩৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার শহরের দরিয়ানগর বড়ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার জানান। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন পুরুষ,১৫ জন নারী,৪ জন মেয়ে শিশু ও ৪ জন ছেলে শিশু রয়েছে বলেও জানান ওসি।

ওসি বলেন, মঙ্গলবার রাতে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছুসংখ্যক লোকজনকে জড়ো করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় ৩৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, সম্প্রতি সক্রিয় হয়ে ওঠা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্যরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাদের নিয়ে এসে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়ো করছিল। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের এখন থানায় রাখা হয়েছে। রোহিঙ্গাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিজ নিজ ক্যাম্পে পাঠানো হবে বলেও জানান তিনি ।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button