fbpx
অন্যান্যআওয়ামী লীগদেশবাংলাপ্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতি

প্রিয়জনের কবরের পাশে শেখ হাসিনা

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টা। স্থান রাজধানীর বনানী কবরস্থান। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পৌঁছান বনানীতে সায়িত প্রিয়জনের পাশে। সঙ্গে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও দলের শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রীর পরনে সাদা খোলের কালো পাড় শাড়ি। চেহারাতে স্পষ্ট বেদনার ছাপ। যে বেদনার নাম স্ব প্রিয়জন হারানোর বেদনা। যা এই পৃথিবীতে আর কারো আছে কিনা জানা নেই।

৪৪ বছর আগে এই ১৫ আগস্টের ভোর রাতেই পরিবারের ১৩ সদস্যকে একসঙ্গে হারিয়েছিলেন। যারা প্রত্যেকেই শত্রুর নিষ্ঠুর বুলেটের আঘাতে নিহত।বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা ফজিলাতুন্নেসা মুজিব, তিন ভাই, দুই ভাবিসহ পরিবারের অন্য সদস্যদের হারান তিনি। ছোটভাই ১০ বছরের শিশু রাসেলকেও ছেড়ে কথা বলেনি ঘাতকের বুলেট।

শেখ হাসিনার সেই প্রিয়জনেরা শুয়ে আছেন বনানীর এই কবরস্থানে। এই সারি সারি সবুজ কবরই তার স্বজনদের চিহ্ন। সেইসব কবরের ওপরেই তিনি ছড়িয়ে দিচ্ছিলেন গোলাপের নরম পাপড়ি। মোনাজাত করে সৃষ্টিকর্তার কাছে তাদের রুহের মাগফেরাতও কামনা করলেন। মুখে কিছু না বলে কেবল অন্তর দিয়েই স্বজনদের যেন বলে গেলেন না বলা শত কথা।

বাংলাটিভি/রাজ 

সংশ্লিষ্ট খবর

Back to top button