fbpx
ঐক্যফ্রন্টরাজনীতিস্লাইডার

কূটনীতিকদের সাথে ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক

দেশের সার্বিক পরিস্থিতি কূটনীতিকদের কাছে তুলে ধরেছি বলে জানিয়েছেন ড. কামাল হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের গুলশানের বাসায় বুধবার সকালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

তবে বৈঠকের বিষয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। বৈঠক শেষে আ স ম আবদুর রব জানান, কূটনীতিকরা চায়ের দাওয়াতে এসেছিলেন। সেখানে সামাজিক, পারিবারিকসহ রাজনৈতিক আলোচনাও হয়েছে। তবে ঠিক কি বিষয়ে আলোচনা আর কূটনীতিকরাই বা কি বলেছেন তা স্পষ্ট করেননি তিনি।

বৈঠকে জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতাদের মধ্যে গণফোরামের ড. কামাল হোসেনসহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসসির আ স ম রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ কয়েকজন উপস্থিত আছেন।

এছাড়া কূটনীতিকদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডসসহ অন্তত দশটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button