fbpx
ঐক্যফ্রন্টরাজনীতি

’আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে’

স্বাধীনতার লক্ষ্যকে বাস্তবায়ন করতে জনগণের ঐক্য গড়ে তোলার ওপর জোর দিলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সংবিধানের মূলনীতির বিরুদ্ধের কোন দ্বিমত থাকতে পারে না বলেও এসময় মন্তব্য করেন তিনি। এদিকে আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন ঐক্যফ্রন্ট নেতারা। বিকেলে গণফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।

বিকেলে রাজধানীর নাগরিক নাট্যমঞ্চে গণফোরামের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময়, সংবিধানের মূলনীতি কে সরিয়ে দিতে নানা অপচেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি উল্লেখ করে ডা. কামাল হোসেন বলেন সংবিধানের মূলনীতিকে জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার সময় এসেছে।

সভায় সরকারের নানা সমালোচনা করেন ঐক্যফ্রন্ট নেতারা। আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে আনার প্রতিজ্ঞঅ করেন তারা। এছাড়া দেশে সাম্প্রদায়িক শক্তিবে সরকারই জায়গা করে দিচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button