fbpx
অন্যান্যখেলাধুলা

ইতিহাস সৃষ্টিতে ব্যর্থ হলেন সেরেনা উইলিয়ামস

ইতিহাস সৃষ্টি করতে পারলেন না যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের নারী এককের ফাইনালে হাঁটুর বয়সী খেলোয়াড় কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কুর কাছে হেরে গেলেন তিনি। সেই সঙ্গে মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষাও দীর্ঘ হলো সেরেনার।

১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে যুক্তরাষ্ট্র ওপেন দিয়েই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন সেরেনা উইলিয়ামসন। তখন বিয়াঙ্কা আন্দ্রেস্কুর জন্মই হয়নি। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের ২০ বছর পর শনিবার সে কোর্টেই মার্কিন তারকার কাছে সুযোগ ছিলো মার্গারেট কোর্টের সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শের হাতছানি। কিন্তু তার জন্য আরো অপেক্ষায় থাকতে হলো সেরেনাকে। দুটো সেটই হেরে যান ৩-৬, ৫-৭ গেমে।

ঘরের মাঠে দর্শক সমর্থন সেরেনার দিকে থাকলেও মার্কিন তারকাকে প্রায় হেলায় হারিয়ে দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নিলেন ১৯ বছরের বিয়াঙ্কা। গতবার ফাইনালে জাপানের নাওমি ওসাকার কাছে হেরে হাতছাড়া হয়েছিল সপ্তম যুক্তরাষ্ট্র ওপেন শিরোপা। এবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিনি হেরে গেলেন কানাডার নতুন সেনশেসনের কাছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button