fbpx
অন্যান্যবাংলাদেশ

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি

আরমান কায়সার : বাংলাদেশসহ সারাবিশ্বে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে র‌্যালী ও মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। সকালে রাজধানীর পল্টন মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়। র‌্যালী শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা।

সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে, এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান বাপ্পী সরদার বলেন, বিদ্যুৎ এর চাহিদা অপরিহার্য, কিন্তু তার মানে এই নয় যে জলবায়ু ও পরিবেশ বিপন্ন করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠিত করতে হবে।

এ সময় জলবায়ু সঙ্কট মোকাবেলা ও কার্বণ নিঃসরণ বন্ধে সংগঠনটির পক্ষ থেকে ৭ দফা দাবিও উত্থাপন করা হয়।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button