fbpx
ক্রিকেটখেলাধুলা

শিরোপা অর্জনের লড়াই আজ

মোহাম্মদ হাসিব : ত্রিদেশীয় টি- টোয়েন্টি সিরিজের ফাইনালে আজ বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। ঘরের মাঠে শিরোপা জিততে হলে নিজেদের শতভাগ নিংড়ে খেলতে হবে বলে জানান স্বাগতিকদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গ। অন্যদিকে দূর্দান্ত ছন্দে থাকা আফগানিস্তান, আসরে শেষ দুইটি নিয়মরক্ষার ম্যাচে হারলেও, কোনো চাপ নেই বলে জানান অধিনায়ক রশিদ খান।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে ক্রিকেটে গত কয়েক বছর ধরে বাংলাদেশ দল সামর্থ্যের ছাপ রাখলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে পারেনি বড় কিছু করতে।

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক ফাইনালে হারের বেদনায় নীল হওয়া টাইগাররা, আনন্দে মাতার উপলক্ষ পেয়েছিলো বিশ্বকাপের ঠিক আগে। ডাবলিনের পর এবার দেশের মাটিতে, শিরোপা দিয়ে আসর রাঙানোর সুযোগ সাকিবদের।

তবে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বিকল্প না থাকলেও উইকেটরক্ষক হিসেবে তার পারফরম্যান্সের দিকে আঙ্গুল উঠেছে বেশ কয়েকবার। প্রশ্ন উঠেছে লিটন দাসের মতো কিপার থাকতেও কেনো গ্লাভস হাতে মুশিকেই বেছে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে মাঠের লড়াইয়ে আফগানিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অধিনায়ক রশিদ খানের ইনজুরি। ফাইনালে খেলতে পারবেন কি তিনি? এখনো নিশ্চিত নন আফগানদের এই কাণ্ডারী।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button