fbpx
অর্থনীতিবানিজ্য সংবাদ

পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াবে বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো যেন পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে পারে, সেজন্য নীতিমালাও সহজ করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে পুঁজিবাজারে ব্যাংকগুলোর নিজস্ব পোর্টফোলিওতে সরাসরি বিনিয়োগ অথবা সাবসিডিয়ারি কোম্পানিতে ঋণ দেয়ার মাধ্যমে পুঁজিবাজারে তারল্য বাড়ানোর বিষয়টি তুলে ধরা হয়েছে।

তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে ৯টি শর্ত পরিপালন করতে বলা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে অধিকাংশ ব্যাংকের অগ্রিম ও আমানতের অনুপাত নির্ধারিত মাত্রা অপেক্ষা কম এবং এসএলআর সংরক্ষণের পর অতিরিক্ত তারল্য রয়েছে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button