আওয়ামী লীগরাজনীতি
ক্যাম্পাসে রাজনীতি, সিদ্ধান্ত নেবে ক্যাম্পাস প্রশাসন

বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক রাজনীতি চলবে কিনা, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, যে বিশ্ববিদ্যালয়গুলো ১৯৭৩ সালের অধ্যাদেশ দিয়ে চলে, তারা তাদের অধ্যাদেশ অনুযায়ী এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়।
এক্ষেত্রে সাংগঠনিক রাজনীতি চলবে, কি চলবে না, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।
এদিকে, দুপুরে শিক্ষামন্ত্রী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় চাঁদপুর ৫ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।