fbpx
দুর্ঘটনাবাংলাদেশ

প্রশ্ন তুলেছেন আবরারের সহপাঠী ও অভিভাবকরা

আবরারের সহপাঠী ও অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আবরারকে চিকিৎসার জন্য রাস্তার উল্টো পাশে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো কেন?

কাছের কোনো হাসপাতালে নেওয়া হলে আবরারকে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হতো। শনিবার সকাল থেকে আবরারের সহপাঠী ও অভিভাবকরা ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে উপস্থিত হয়ে এমন প্রশ্ন তোলেন।

শিক্ষার্থীরা বলছেন, আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনাই আবরার মারা যাওয়ার জন্য দায়ী। এছাড়া এমন একটি দুর্ঘটনার পরও অনুষ্ঠান অব্যাহত রাখার মানসিকতা নিন্দনীয়।

শুক্রবার ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে এসে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাঈমুল আবরারের (১৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।

এ ঘটনায় আবরারের সহপাঠী ও অভিভাবকরা বিক্ষোভ করছেন।

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button