
রোববার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে একটি চিঠি পৌঁছে দেন। সেই চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি ভারত সফরসহ অন্যান্য দেশে সফরকালীন সময়ে সেসব দেশের সঙ্গে বাংলাদেশের যে সমস্ত চুক্তি সম্পাদিত হয়েছে সংবিধান অনুযায়ী সেগুলোকে জনসম্মুখে প্রকাশ করা হোক’।
চিঠি পৌঁছানোর পর বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা জানান।
এসময় তিনি বলেন, আমরা দেখেছি শুধুমাত্র জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রী কথা বলেছেন। কিন্তু এ সম্পর্কে জাতীয় সংসদে আলোচনা হয়নি এমনকি রাষ্ট্রপতির কাছেও এই ফাইল গিয়েছে কি না এ বিষয়ে সাধারণ জনগণ কিছুই জানে না।
কিন্তু সংবিধানের ১৪৫/ক ধারায় চুক্তি সম্পর্কে সংসদে পেশ করা এবং তা জানার অধিকার জনগণের রয়েছে।
তাই আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। অবিলম্বে এসব তথ্য সংসদে আলোচনার টেবিলে তোলা হোক। যেন জনগণ জানার এবং আনোচনার সুযোগ পায়।
নূর, বাংলা টিভি