‘নারী কর্মী প্রেরণে অনিয়ম হলে সেই কর্মকর্তাকে বরখাস্ত’

বিদেশে নারী কর্মী পাঠানোর ক্ষেত্রে যে কোনো ধরনের অনিয়ম হলে, সাথে সাথে সেই কর্মকর্তাকে বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নারী কর্মী প্রেরণের বিষয়ে প্রশিক্ষকদের কর্মশালায় এই হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী বলেন, নারী কর্মীদের নির্যাতনের কিছু অভিযোগ উঠেছে। সংখ্যায় কম হলেও এটাকে গুরুত্বের সাথে দেখছে মন্ত্রণালয়। একজন নারীও যাতে কোন হয়রানি বা নির্যাতনের শিকার না হয়, তা নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়।
মন্ত্রী আরো বলেন, নারী কর্মী পাঠানোর আগে তাদের এক মাসের প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রশিক্ষণে অনেক সময় অনিয়মের অভিযোগ ওঠে। এ ক্ষেত্রে কোন অনিয়ম পাওয়া গেলে বরখাস্ত করা হবে এবং কোনভাবেই তাকে আর ফিরিয়ে আনা হবে না।
কর্মশালায় মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুনিরুছ সালেহীন, বিএমইটির পরিচালক ( প্রশিক্ষণ ) ড. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।