fbpx
বিশ্ববাংলা

আবুধাবিতে বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জাতীয় পরিচয় পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে আবুধাবীতে, বাংলাদেশ দুতাবাস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন।

রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান-এর সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।

বক্তব্য রাখেন, দুবাই বিজনেস কাউন্সিলের সভাপতি মাহাতাবুর রহমান নাসির সিআইপি, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সভাপতি, ইফতেখার হোসেন বাবুল ও বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বাবুল।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকারের নানা সফলতার মধ্যে প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ অন্যতম। আমিরাতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভিসা সমস্যা শীগগিরই সমাধান হবে বলেও জানান তিনি।

এসময়, এনআইডি অনুবিভাগের মহা-পরিচালক ব্রিগেডিয়ার সাইদুল ইসলাম, নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, কমিউনিটির নেতৃবৃন্দ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button