fbpx
ক্রিকেটখেলাধুলা

আড়াই দিনে শেষ হলো গোলাপী বলের টেস্ট

আড়াই দিনে শেষ হলো বাংলাদেশ-ভারত গোলাপী বলের ঐতিহাসিক টেস্ট। কলকাতার ইডেন গার্ডেনে ভারতের কাছে ইনিংস ও ৪৬ রানে হেরে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

তৃতীয় দিনের শুরুটা করেন মুশফিকুর রহিম এবং এবাদত হোসেন।  স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন এবাদত। আগের দিনে ৫৯ রান নিয়ে ব্যাট করতে থাকা মুশফিকুর রহিম ফেরেন ব্যক্তিগত ৭৪ রান করে।

ওয়ানডে স্টাইলে ব্যাট করে ২০ বলে ২১ রান করেন আল-আমিন হোসেন। তার বিদায়ের পরই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।  কেননা, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাহমুদউল্লাহ ইনজুরিতে পড়ায় আর ব্যাট করতে পারেন নি।

ফলে ১৯৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ভারতের দুই পেসার ইশান্ত শর্মা চারটি এবং উমেশ যাদব নেন পাঁচ ‍উইকেট। প্রথম ইনিংসে ১০৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জবাবে ভারত ৯ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button