fbpx
দেশবাংলা

টাঙ্গাইলে পেঁপে আবাদে ভাল ফলন

টাঙ্গাইলে চলতি মৌসুমে অতি বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও পেঁপে আবাদে ভাল ফলন পেয়েছেন কৃষকরা। বিশেষ করে জেলার পাহাড়ি এলাকার উঁচু জমিতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে পেঁপের আবাদ। এসব এলাকার পেঁপের গুণগত মানও ভাল। প্রতিদিনই ট্রাক ভরে এসব পেঁপে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

চলতি মৌসুমে জেলার ১২টি উপজেলায় পেঁপের আবাদ হয়েছে এক হাজার ১১১ হেক্টর জমিতে। বিশেষ করে জেলার ঘাটাইল, মধুপুর ও সখীপুরের বিভিন্ন এলাকায় পেঁপের আবাদ বেশি হয়। এবার অতি বৃষ্টি হওয়ার কারণে পেঁপে ক্ষেতে পানি জমে গাছ নষ্ট হয়ে যায়। এতে লাভের পরিমাণ কিছুটা কম হয়। তারপরও যা ফলন এসেছে তা নিয়ে খুশি কৃষকরা।

কৃষি বিভাগ বলছে, পেঁপে আবাদে কৃষকদের প্রযুক্তিগত সহায়তাসহ সবধরণের পরামর্শ দেয়া হচ্ছে। এ কারণে টাঙ্গাইলে দিন দিন বাড়ছে পেঁপের আবাদ।

এসব এলাকার কৃষক পেঁপের সাথে সাথী ফসল হিসেবে আবাদ করছেন লেবু, মাল্টাসহ নানা জাতের ফল। এতে করে একটির খরচ দিয়ে, আরেকটির আবাদ করা সম্ভব হচ্ছে।

মো: রুবেল মিয়া, বাসাইল ও সখীপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button