বিশ্ববাংলা
ওমানের ৪৯তম জাতীয় দিবস পালিত

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় পালিত হলো সালতানাত অব ওমানের ৪৯তম জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে ওমান দূতাবাসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে ওমানের ৪৯তম জাতীয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ওমানের সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক ও ভাইস চেয়ারম্যান নিশাত দস্তগির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।