
একাধিকবার তারিখ পরিবর্তন, বার বার ভেন্যু প্রন্তুত না হওয়ার শঙ্কা। পরিবর্তিত সূচিতেও গেমস শুরু হওয়া না হওয়ার দোলাচল। কিন্তু সবকিছু ছাপিয়ে এখন নেপাল প্রস্তুত দক্ষিণ এশিয়ান গেমসের জন্য।
অবশেষে জমকালো আয়োজোনে পর্দা উঠলো এসএ গেমসের ত্রয়োদশ আসরের।
দশ দিনের ক্রীড়া উৎসবে বাংলাদেশ সহ ৭ দেশের অ্যাথলেটরা লড়বে ২৬ ডিসিপ্লিনে। ৩১৭ স্বর্ণসহ পদকের জন্য তিন হাজার অ্যাথলেটের এই লড়াই। পর্যটকে মুখর নেপালের রাজধানীতে গেমস উপলক্ষ্যে আরো হাজার পাচেক মানুষের আগমন ঘটেছে।
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি উদ্বোধন ঘোষণা করেন ১৩ ৩ম আসরের। গেমস ঘিরে স্টেডিয়ামের আশপাশসহ পুরো কাঠমাণ্ডু জুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।