দেশবাংলা
গাজীপুরে কিশোরের মরহেদ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের একদিন পর বালির স্তুপ থেকে জাহিদ হাসান নামে এক কিশোরের মরহেদ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বিধায় গ্রামের নির্জনস্থানে বালির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের বাবার দাবি শ্বাসরোধে হত্যার পর প্রতিপক্ষের লোকজন মরহেদ ফেলে গেছে।
জাহিদ স্থানীয় তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিলো। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে।
উল্লেখ্য সম্প্রতি নিহতের মা পরকীয়ায় আশক্ত হয়ে দেবরকে বিয়ের পরই এমন ঘটনা ঘটে।
গাজীপুর প্রতিনিধি