fbpx
ঢালিউডবিনোদন

চলচ্চিত্র সাময়িকী দ্য কারেন্টে ‘মেড ইন বাংলাদেশ’

বিশ্বের শীর্ষস্থানীয় হোম ভিডিও প্লাটফর্ম ক্রাইটেরিয়ন কালেকশান এর চলচ্চিত্র সাময়িকী দ্য কারেন্ট ‘দশের দশকের গুপ্তধন’ নামে ১০টি চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে। যেখানে স্থান করে নিয়েছে বাংলাদেশের পরিচালক রুবাইয়াত হোসেন পরিচালিত ‘মেড ইন বাংলাদেশ’ ছবিটি।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। প্রতিথযশা বেশকিছু চলচ্চিত্র পরিচালকদের কাছে জানতে চাওয়া হয় দশের দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু চলচ্চিত্রের নাম যা যথেষ্ট প্রচার-প্রসার পায়নি বলে তারা মনে করেন।

যাতে ‘মেড ইন বাংলাদেশ’ কে সত্যজিৎ রায়ের ছবির সাথে তুলনা করেছেন লেসলি হ্যারিস। তিনি আরও উল্লেখ করেন, ছবিটিতে এই দশকের গুরুতর কিছু সমস্যা প্রতিফলিত হয়েছে।

যেমন, শ্রমিকদের উপর বৈশ্বিক শোষণ, কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও বাণিজ্যিক লোভ। এছাড়া রয়েছে এই দশকে ঘটে যাওয়া নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার নারী শক্তির জাগরণের মত সার্বজনীন বিষয়ও। নির্মাতা রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি এটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button