fbpx
প্রধানমন্ত্রীবাংলাদেশ

বীমার সকল কার্যক্রম ডিজিটাল করতে হবে : প্রধানমন্ত্রী

বীমার টাকা গ্রাহকরা যেন ঠিকমতো পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি নির্মুলে কাজ করছে তার সরকার।

আগামীতে বীমার সকল কার্যক্রম ডিজিটালে রূপান্তর করে সেবার প্রতি মানুষের আস্থা বাড়ানোর নির্দেশনা দেন শেখ হাসিনা।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশে প্রথমবারের মতো জাতীয় বীমা দিবস-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় গ্রামীণ বীমা সেবার প্রতি মানুষের আস্থা বাড়াতে প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল আরো হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বীমার সকল হিসাব-নিকাশ অটোমেশন পদ্ধতিতে আনলে গ্রাহক সেবা সহজ হয়ে আসবে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বীমার দাবিকৃত অর্থ পেতে গ্রাহকরা যাতে হয়রানির শিকার না হয়, সেটি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগার কারণ অনুসন্ধানে, বীমাখাতে দক্ষ পর্যবেক্ষক নিয়োগ দেয়ারও পরামর্শ দেন সরকারপ্রধান। এছাড়া গ্রামীণ পর্যায়ে যথাযথ বীমা সেবা নিশ্চিতের আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে বীমা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button