fbpx
প্রধানমন্ত্রীবাংলাদেশ

গবেষণার মাধ্যমে জীবনমানের উন্নয়ন করতে হবে : প্রধানমন্ত্রী

গবেষণার মাধ্যমে কিভাবে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন করা যায়, তা নিশ্চিত করতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে, একথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, দেশের উন্নয়ন যেন আর থমকে না যায় সেজন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে তার সরকার।

বাংলাদেশের উন্নয়নে গবেষণার গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু গবেষণা করলেই চলবে না, সেটা দেশের কাজে কতোটা লাগছে, তাও নিশ্চিত হতে হবে। দেশকে এগিয়ে নিতে শুধু মধ্য বা দীর্ঘমেয়াদি নয়, সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে তার সরকারের।

চলমান উন্নয়ন যেন থমকে না যায় সেদিকে খেয়াল রাখতেও সবার প্রতি আহ্বান জানান তিনি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি, বর্তমান সরকার এখন পুষ্টির নিশ্চয়তা নিয়েও কাজ করছে বলে জানান, প্রধানমন্ত্রী।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button