fbpx
খেলাধুলাফুটবল

করোনা আতঙ্কের মধ্যেও এএফসি কাপ চলমান

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিছুক্ষণ পর এএফসি কাপের ই’গ্রুপের প্রথম লেগের ম্যাচে বাংলাদেশের স্বাগতিক ক্লাব বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মালদ্বীপের টিসি স্পোর্টস।

করোনভাইরাসের কারণে এএফসি বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচগুলো স্থগিত করলেও ক্লাব টুর্নামেন্টের ম্যাচ নিয়ে কোনো নির্দেশনা আসেনি।

বিপিএলে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারছেনা বসুন্ধরা কিংস। কিন্তু এএফসি কাপে ঘুরে দাঁড়াতে চায় তারা। গতআসরে ঢাকা আবাহনী এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে খেলেছিলো, যা এখন পর্যন্ত ক্লাব ফুটবলের সেরা সাফল্য।

এবার কিংসদের লক্ষ্য নতুন ইতিহাস গড়ার। প্রথম ম্যাচ নিয়ে বেশ সতর্ক দলটি। বিশেষ করে মালদ্বীপের টিসি স্পোর্টসের হয়ে ৫৩ ম্যাচে ৮০টি গোল করা স্ট্রাইকার আলী আশফাককে নিয়ে। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এ ফরোয়ার্ড, এরআগেও বাংলাদেশ সফরে এসেছিলেন।

অন্যদিকে, স্বাগতিক ক্লাবের সবচয়ে বড় অস্ত্র বিবেচনা করা হচ্ছে আর্জেন্টিনা হার্ন্দান বারকোসকে। তার ইনজুরি সমস্যায় থাকলেও কোচ অস্কার ব্রুজনের আশা ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button