fbpx
আন্তর্জাতিকইউরোপ

লকডাউন তুলে নিয়েছে ফ্রান্স

ফ্রান্সে লকডাউন তুলে দেয়া হয়েছে। আগামী মাস থেকে কাজ শুরু করতে পারবেন প্রবাসীরা। দেশটির প্রধানমন্ত্রীর দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

আগামী ২৫ মে বিষয়টি নিশ্চিত করা হবে এবং আগামী ২ জুন থেকে রেস্টুরেন্ট, ক্যাফে, বারসহ বেশকিছু ব্যাবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে সব অঞ্চলের প্রতিষ্ঠান একযোগে খোলা হবে না। করোনা সংক্রমণের ঝুকির ভিত্তিতে ফ্রান্সকে “রেড জোন”, “গ্রীন জোন” ইত্যাদি অঞ্চলে ভাগ করা হয়েছে।

প্রাথমিকভাবে শুধুমাত্র গ্রীন জোনের প্রতিষ্ঠানগুলোই খুলে দেয়া হবে। এছাড়া স্থানীয় মেয়র কিংবা আঞ্চলিক কর্তৃপক্ষ চাইলে নিজ নিজ এলাকার প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখতে পারবে। বাচ্চাদের অভিভাবকরা চাইলে তাদের সন্তানদেরকে স্কুলে নাও পাঠাতে পারেন।

এদিকে লকডাউন তোলার পর মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলা হলেও গণপরিবহন ও মেট্রোরেলে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। এ নিয়ে আতংক বিরাজ করছে প্রবাসীদের মধ্যে।

সংশ্লিষ্ট খবর

Back to top button