বিশ্ববাংলা
ইতালিতে করোনায় আরো এক বাংলাদেশির মৃত্যু

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাশেম মিয়া নামে আরো একজন বাংলাদেশি মারা গেছেন। জানা যায়, গত বুধবার ইতালি রাভেন্না শহরের স্থানীয় একটি হাসপাতালে ঐ প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তার রুমমেট আরমান জানান, কাশেম মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত ফেব্রুয়ারী থেকে তিনি ঐ হাসপাতালে কেমোথেরাপী নিচ্ছিলেন। ক্যান্সারের চিকিৎসা চলাকালীন সময়ের মধ্যেই কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার দেশের বাড়ি ফেনী জেলার কসবা উপজেলায়। তিনি রাভেন্না শহরে দীর্ঘদিন ধরে ভাসমান হকারী ব্যাবসা করে আসছিলেন। দেশের বাড়িতে তার স্ত্রী, এক ছেলে এবং একটি মেয়ে রয়েছে।