লকডাউন শিথিলে গতি ফিরেছে অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ায় লকডাউন শিথিল করায় ঈদের বাজারে ভীড় বেড়েছে, ফলে বাংলাদেশি প্রবাসীরা ব্যাবসা করে লাভবান হচ্ছেন। জানা যায়, গত চার সপ্তাহ স্থিতিশীল থাকার পর আবারও অবনতির দিকে যাচ্ছে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি।
এদিকে, লকডাউন শিথিল হওয়ায় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গতি ফিরে এসেছে। একইসঙ্গে ভীড় বেড়েছে ঈদের বাজারে। তৈরি হচ্ছে নতুন নতুন চাকরির বাজারও। তবে, দেশটিতে পরীক্ষামূলকভাবে লকডাউন কিছুটা শিথিল করায়, আবারো বেড়েছে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা।
একদিকে অর্থনীতিকে চাঙ্গা করা, অন্যদিকে করোনা যুদ্ধে জয়ী হওয়া, এই দোটানায় দুলছে অস্ট্রেলিয়া সরকার। অন্যদিকে, লকডাউন শিথিল হওয়ায় রেস্টুরেন্টগুলোতে সর্বোচ্চ ১০ জন করে বসতে পারছেন।
তবে, নতুন করে অস্ট্রেলিয়ায় আর কোনো বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়নি। মারাও যায়নি কোনো বাংলাদেশি। রমজানে ভালো ব্যাবসা করে দেশে টাকা পাঠাতে পারবেন বলে আশাবাদী প্রবাসীরা।