fbpx
বিশ্ববাংলা

দক্ষিণ কোরিয়ায় ফিরে যাওয়া ৫ বাংলাদেশি করোনায় আক্রান্ত

তৃতীয় বিশেষ চার্টার্ড ফ্লাইটে দক্ষিণ কোরিয়ায় ফিরে যাওয়া নতুন ৫ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবাই ইপিএস কর্মী।

৬ মে এশিয়ানা এয়ারলাইন্সে চার্টার্ড ফ্লাইটে ৫ জনসহ, মোট ৮৩ জন বাংলাদেশি কোরিয়া ফেরেন। করোনা পরিস্থিতিতে তারা দীর্ঘদিন দেশে আটকে ছিলেন। ফ্লাইটটি কোরিয়ান নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হয়েছিল।

গত ১১মে কোরিয়ান এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে কোরিয়া ফেরা ৯০ বাংলাদেশির মধ্যে, ২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছিল। নতুন আক্রান্তের এই খবর নিশ্চিত করেছেন এইচ আর ডি কোরিয়ার বাংলাদেশ চ্যাপ্টারের কর্মকর্তা শামসুল আলম।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী সকল যাত্রীই এয়ারপোর্ট থেকে যার যার কোয়ারেন্টাইন ঠিকানার নিকটস্থ কোভিড-ক্লিনিকে গিয়ে পরীক্ষা করান। তারপর যার যার রুমে কোয়ারেন্টাইনে ছিলেন। কিন্তু ওই ফ্লাইটটির ৮৩ জনের মধ্যে ১৮ জন এয়ারপোর্টে পৌঁছানোর পরপরই স্বাস্থ্যগত সমস্যার কথা জানালে, তাদের এয়ারপোর্টেই পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button