fbpx
বিশ্ববাংলা

করোনা: আল জুবাইলে এক সপ্তাহে ৩ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের আল জুবাইলে করোনা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে ৩ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। মৃত ওই ৩ ব্যক্তি হলেন, হাফেজ আহমেদ, আনোয়ার হোসেন এবং আব্দুল বারী।

মৃত হাফেজ আহমেদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লালমাই থানার দাপাড় গ্রামে। তার পিতার নাম আমির হোসেন। আনোয়ার হোসেনের বাড়ি চট্রগ্রামের বাড়বকন্ড থানার হাতিলোটা গ্রামে। তার পিতার নাম তাজুল ইসলাম এবং আব্দুল বারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রসুল্লাবাদ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জুলফিকার আলী।

তারা তিনজনই আল জুবাইলে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের আইন সহকারি ফয়সাল আহমেদ। বিমান চলাচল বন্ধ থাকায়, তাদের পরিবারের অনুমতি নিয়ে তিনজনকেই সৌদিআরবে দাফন করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

গত দুইমাসে আল জুবাইলে প্রায় ২০ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। এত সংখ্যক বাংলাদেশি মৃত্যুবরন করায় প্রবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সৌদিআরবে বর্তমানে কারফিউ শিথিল করায়, প্রবাসীদের ধারণা এখন আরো বেশিসংখ্যক প্রবাসী করোনা আক্রান্ত হবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button