fbpx
আন্তর্জাতিকইউরোপএশিয়া

করোনা: বিশ্বেজুড়ে আক্রান্ত ৭৭ লাখের বেশি মানুষ

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখের বেশি মানুষ। মারা গেছেন ৪ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ২০৮ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন রেকর্ড প্রায় এক লাখ ৪১ হাজার মানুষ। আর মারা গেছেন সাড়ে চার হাজারের বেশি। এখন পর্যন্ত বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা।

দেশটিতে মোট আক্রান্ত হন ২১ লাখ ১৭ হাজারের কাছাকাছি জন। মারা যান ১ লাখ ১৬ হাজার ৮২৫ জন। এরপর আছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হন ৮ লাখ ২৯ হাজার ৯০২ জন, মারা যান ৪১ হাজার ৯০১ জন। তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত হন ৫ লাখ ১১ হাজার ৪২৩ জন, মারা যান ৬ হাজার ৭১৫ জন। চতুর্থ অবস্থানে ভারত।

দেশটিতে মোট আক্রান্ত হন ৩ লাখ ৯ হাজার ৬০৩ জন, মারা যান ৮ হাজার ৮৯০ জন। পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে আক্রান্ত হন ২ লাখ ৯২ হাজার ৯৫০ জন, মারা যান ৪১ হাজার ৮৮১ জন। এদিকে, কোবিড-১৯ মহামারিতে উন্নয়নশীল দেশগুলোর প্রসূতি মৃত্যুহার বাড়াতে পারে, এমন শঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জেনেভায় নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস জানান, করোনা মহামারি গোটা বিশ্বেই স্বাস্থ্য ব্যবস্থায় চাপ ফেলেছে। সবচে ঝুঁকিতে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো।

এক্ষেত্রে নারীরা সঠিকভাবে গর্ভকালীন স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে মাতৃমৃত্যুর হার। বিভেদ ভুলে করোনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সংস্থার মহাপরিচালক।

সংশ্লিষ্ট খবর

Back to top button