fbpx
আন্তর্জাতিকইউরোপ

করোনায় বিশ্ব অর্থনীতির সংকোচন হবে ৪ দশমিক ৯ শতাংশ: আইএমএফ

করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনীতিতে যে ক্ষতি হবে, এর আর্থিক জের ১২ ট্রিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

২০২০ সালের প্রবৃদ্ধির বিষয়ে এ পূর্বাভাস দিয়েছে তারা। এর আগে গেল এপ্রিলে সংস্থাটি জানায়, ২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৩ শতাংশ সংকুচিত হবে। এখন তারা তা সংশোধন করে বলছে, করোনায় চলতি বছরে বিশ্ব অর্থনীতির সংকোচন হবে ৪ দশমিক ৯ শতাংশ। যার আর্থিক জের হবে ১২ লাখ কোটি ডলার।

বুধবার নতুন এ পূর্বাভাস প্রকাশ করেছে সংস্থাটি। আইএমএফ বলছে, বিশ্বকে ২০১৯ সালের অর্থনৈতিক অবস্থায় ফিরে আসতে আরও দুই বছর সময় লাগবে। তারা সতর্ক করেছে, সরকারগুলোকে তাদের ভঙ্গুর অর্থনীতির আর্থিক সহায়তা অপসারণের বিষয়ে সতর্ক হতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button