fbpx
অন্যান্যঅর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

চলতি অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার

চলতি অর্থবছর রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার;যা গেলো অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনা ৬ বিলিয়ন ডলার কম বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তবে গেলো অর্থবছরের রফতানি আয়ের চেয়ে ১৯ দশমিক ৭৯ শতাংশ বেশি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের রফতানির এ লক্ষ্যমাত্রার তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।করোনা পরিস্থিতির কারণে সদ্যবিদায়ী অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি আয় কমেছে ২৫ দশমিক ২৮ শতাংশ। প্রবৃদ্ধি কমেছে ১৪ দশমিক ৮০ ভাগ।

টিপু মুনশি জানান,সদ্য বিদায়ী অর্থবছর ৫৪ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৪০ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।এজন্য লক্ষ্যমাত্রা অর্জনের কথা বিবেচন করে চলতি অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে পণ্য খাতে রফতানির টার্গেট ৪১ বিলিয়ন ডলার এবং সার্ভিস সেক্টরে ৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button