fbpx
বিশ্ববাংলা

কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নানা আয়োজন

কোরিয়াতে বিভিন্ন সংস্থার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা, ভাষা শিক্ষা প্রাদান ও আন্ত সাংস্কৃতিক সংগীত উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত তিনটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জল্লাদো গিয়াংজু মাইগ্র্যান্ট সেন্টারে প্রতি রবিবার বিনামূল্যে ইপিএস কর্মীদের ফ্রী মেডিকেল চেকআপ করা হবে। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই সেবা দেবে গিয়াংজু মাইগ্র্যান্ট সেন্টার।

এছাড়া চাংওন সাপোর্ট সেন্টার ফর ফরেন ওয়ার্কার্সের উদ্যোগে প্রবাসীদের জন্য অনলাইনে বিনামূল্যে ভাষা শিক্ষার ব্যাবস্থা করা হয়েছে। এদিকে, ইয়াংসান সাপোর্ট সেন্টার ফর ফরেন ওয়ার্কার্স এর উদ্যোগে একটি বহুজাতিক সংগীত উৎসবের আয়োজন করা হয়।

অংশগ্রহণে  ইচ্ছুক প্রবাসীরা চলতি মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত এ উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button