fbpx
প্রধানমন্ত্রীবাংলাদেশ

তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস উদ্বোধন প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

তুরস্কের রাজধানী আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাস উদ্বোধন উপলক্ষে সরকারের প্রতিনিধি হিসেবে সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোনেম। সোমবার গণভবন থেকে সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দূতাবাস ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিতে সরকারের প্রণোদনায় দ্রুত ঘুরে দাড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে উল্লেখ করে, সংকটকালে বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

এসময় তুরস্কের রাষ্ট্রপতিকে স্বপরিবারে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সরকারপ্রধান। এছাড়া লেবালনে ক্ষতিগ্রস্থ যুদ্ধজাহাজ মেরামতের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button